দেশজুড়ে

প্রাণিসম্পদ অফিসে রাতেও উড়লো জাতীয় পতাকা!

ফরিদপুরের সালথা উপজেলা প্রাণিসম্পদ অফিসে ফেব্রুয়ারির রাতেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। খবর পেয়ে রাত ৯টার দিকে অফিসের একজন মাঠকর্মী এসে জাতীয় পতাকা নামান।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দুপুর ১২টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিন্তু জাতীয় পতাকা নামানোর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও রাত পর্যন্ত উড়তে দেখা যায়। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

পরে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আকতারকে জানান। খবর পেয়ে রাত ৯টার দিকে তড়িঘড়ি করে ছুটে আসেন প্রাণিসম্পদ অফিসের একজন মাঠকর্মী। সাংবাদিকদের দেখে তিনি তড়িঘড়ি করে পতাকা নামিয়ে ফেলেন।

এ বিষয়ে সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, ‘আমাদের জাতীয় পতাকা দেশের সম্মানের প্রতীক। জাতীয় পতাকা অবমাননা মেনে নেওয়া যায় না। বিষয়টি চরম গাফিলতি ও দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘এখানেই শেষ নয়, কোনো ব্যক্তি জাতীয় পতাকা নিয়ে অসম্মান করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে।’

এ বিষয়ে সালথা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাখাওয়াত হোসেন জাগো নিউজকে বলেন, জরুরি কাজে আমি ঢাকায় আছি। আমার অফিসে আমি ছাড়াও একজন স্টাফ আছে সে পতাকা উত্তোলন করে রেখে বাড়িতে গিয়েছিল। বাড়ি থেকে আসতে দেরি হয়েছে তাই সন্ধ্যার আগে পতাকাটি নামাতে পারেনি। তার দায়িত্বহীনতার কারণে এমনটি হয়েছে। ভবিষ্যতে যাতে এমনটি না হয়, সেজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আক্তার জাগো নিউজকে বলেন, কি কারণে উপজেলা প্রাণিসম্পদ অফিস এমনটি করেছে তা খতিয়ে দেখা হবে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন কে বি নয়ন/এসজে/জেআইএম