ভোলায় এক কেজি ৮০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ তিন হাজার টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার নাছির মাঝি মৎস্য ঘাটে ইলিশটি বিক্রি করেন মো. বিল্লাল মাঝি নামের এক জেলে।
নাছির মাঝি মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ ফরাজী জানান, বিকেলে নাছির মাঝি গ্রামের জেলে মো. বিল্লাল মাঝি দৌলতখান উপজেলার মদনপুর চরের মেঘনা নদীতে ইলিশটি ধরেন। পরে সন্ধ্যায় ঘাটে ইলিশটি নিয়ে আসলে ওই ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. ছিদ্দিক ব্যাপারী ইলিশটি তিন হাজার টাকায় কিনে নেন।
এর আগে ১৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ওই ইউনিয়নের তুলাতুলি গ্রামের মেঘনা নদীর অংশে দুই কেজি ৫০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়ে। সেটি তুলাতলি ঘাটে চার হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস