জাতীয়

করোনায় সম্মুখসারির যোদ্ধাদের সম্মানে শিল্প প্রদর্শনী

করোনায় সম্মুখসারির যোদ্ধাদের সম্মানে শিল্প প্রদর্শনী

‘হিরোজ অব আওয়ার টাইম’ শীর্ষক এক শিল্প প্রদর্শনী হয়েছে। চলমান বৈশ্বিক মহামারিতে সবাইকে নিরাপদ রাখতে স্বাস্থ্যসেবা খাত সংশ্লিষ্টদের প্রচেষ্টা ও সহায়তার জন্য তাদের প্রতি সম্মানে এ উদ্যোগ নেওয়া হয়।

Advertisement

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) এটির আয়োজন করেছে। এভারকেয়ার হাসপাতালের ভেতরে ১০টি স্থানে বিভিন্ন বোর্ডে চিন্তা-উদ্রেককারী এ শিল্পকর্মগুলো প্রদর্শিত হয়। তৃতীয় থেকে দশম গ্রেডের শিক্ষার্থী, শিক্ষক ও আইএসডি’র কর্মীরা অনুপ্রেরণাদায়ক শিল্পকর্ম তৈরিতে এগিয়ে এসেছেন।

শিল্পকর্মগুলোয় সহানুভূতি, মানবতা এবং বীরত্বের বিভিন্ন আখ্যান ফুটে উঠেছে। আরও বেশি মানুষ যাতে এ শিল্পকর্ম উপভোগ করতে পারেন, এজন্য আইএসডি এ প্রদর্শনীটি আরও অনেক স্থানে আয়োজন করবে।

আইএসডি’র ভিজ্যুয়াল আর্ট টিচার ও পারসোনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর ব্রিজেট মুতাসা বলেন, দু’ বছর সময়ের ব্যবধানে কোভিড-১৯ আমাদের জীবনে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। এসময় অনেকের বাসায় নিরাপদে থাকার সুযোগ হলেও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা কোনো বিরতি ছাড়াই সেবাদান করে গিয়েছেন। ভ্রাম্যমাণ এ শিল্প প্রদর্শনীর মাধ্যমে আমরা সম্মুখসারির যোদ্ধাদের অবিরাম প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাতে চেয়েছি।

Advertisement

এইচএস/জেডএইচ/