দিনাজপুরের চিরিরবন্দরে ডিবির সদস্য পরিচয়ে সাইকেল নিয়ে পালানোর সময় রবিউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার রবিউল ইসলাম নীলফামারী সদর থানার বড়ুয়া বাজার এলাকার মৃত কলিম উদ্দিন ছেলে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জাগো নিউজকে বলেন, বুধবার সন্ধ্যায় চাম্পাতলী বাজারের পাশে স্থানীয় দুজন যুবক মাদক সেবন করছিলেন। এ সময় রবিউল ইসলাম তাদের কাছে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। পরে তাদের কাছে থাকা বাইসাইকেল নিয়ে পালিয়ে যান রবিউল। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটকের পর পুলিশে খবর দেন। রাত ১০টার দিকে রবিউলকে গ্রেফতার করে থানায় আনা হয়।
তিনি আরও বলেন, আটক রবিউলের বিরুদ্ধে চাম্পাতলী বাজারের মোস্তাকিম বাদী হয়ে একটি মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস