সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে ডুবে মাসুম বিল্লাহ তাজবীর নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বারুহাস গ্রামের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। তাজবী ওই গ্রামের গ্রামের নাহিদ হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান জানান, সন্ধ্যার কিছু সময় আগে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায় তাজবী। সন্ধ্যা ঘনিয়ে এলে শিশুকে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন স্বজনরা। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার মৃত ঘোষণা করেন।
আরএইচ/জেআইএম