দেশজুড়ে

কসবায় ইঞ্জিন বিকল, একঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রামগামী সুর্বণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ইমামবাড়ী এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া ও ঢাকাগামী মহানগর গৌধুলী ইমামবাড়ী স্টেশনে আটকা পড়ে।

স্টেশন সূত্র জানায়, সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইমামবাড়ী এলাকায় চট্টগ্রামগামী সুর্বণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে প্রায় এক ঘণ্টা এই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে ইঞ্জিন ঠিক করা হলে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম