দেশজুড়ে

বড় ভাইকে অফিসে পৌঁছে দেওয়া হলো না চন্দনের

বড় ভাইকে অফিসে পৌঁছে দিতে যাওয়ার সময় দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রাক্টরচাপায় ছোট ভাই নিহত হয়েছেন। আহত অবস্থায় বড় ভাইকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার সময় খানসামা বাজারের খানসামা পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে

নিহত চন্দন কুমার রায় নরেশ (৪০) ও আহত বিজয় কুমার রায় (৪৫) পার্শ্ববর্তী নীলফামারী জেলার কিশোরগঞ্জের বাজেডুমুরিয়ার গ্রামের সুরেন্দ্রনাথ রায়ের ছেলে। তারা একে অপরের আপন ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দন রায় তার বড় ভাই বিজয় কুমার রায়কে নীলফামারি জেলার কিশোরগঞ্জের বাজেডুমুরিয়ার গ্রামের বাসা থেকে মোটরসাইকেলে বীরগঞ্জ গ্রামীণ ব্যাংকের ঝাড়বাড়ি ব্রাঞ্চে তার কর্মস্থলে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে খানসামা বাজারের পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের সামনে কাঠ বোঝাই একটি ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ভাই মোটরসাইকল থেকে পড়ে যান। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চন্দন রায়। আহত অবস্থায় বড় ভাই বিজয় কুমারকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মরহেদ পুলিশ হেফাজতে রয়েছে ও আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিবার লোকজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চালককে গ্রেফতার করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস