মোমবাতি জ্বালিয়ে মৌন প্রতিবাদ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এই মিছিল করেন তারা।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা।
এসময় তারা বিভিন্ন স্লোগানে ধর্ষণের প্রতিবাদ জানান এবং এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানান। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থী, উপাচার্যসহ অন্য শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের বিচার দাবি করেন।
গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় বন্ধুর সঙ্গে মেসে ফেরার পথে বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এই ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় স্থানীয়রা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থীসহ আহত হর অর্ধশতাধিক।
এ ঘটনায় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) র্যাব অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে। এর আগে পুলিশ দুই দফায় চারজনকে গ্রেফতার করে।
এমআরআর/জেআইএম