ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে রহিমা বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুর সদরের চর কমলাপুরের রফিকুল ইসলামের স্ত্রী।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের মুন্সিবাজার বাওড়চক ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সকাল ৬টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। রেল পুলিশে খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে রাজবাড়ী জেলা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, নিহত রহিমা বেগম মানসিক রোগী ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এন কে বি নয়ন/এফএ/এমএস