দেশজুড়ে

উরসফেরত যানের চাপে আজও দৌলতদিয়ায় দীর্ঘ লাইন

ফরিদপুর আটরশির বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফের বাড়তি ও নিয়মিত যানবাহনের চাপে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া প্রান্তে আজও প্রায় ৮ কিলোমিটার সড়কে যানবাহনের লম্বা সিরিয়াল তৈরি হয়েছে। ফলে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

বুধবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার সড়কে যাত্রবাহী বাসসহ অন্যান্য যানবাহন এবং ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড়ের প্রায় ৩ কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের লম্বা সিরিয়াল দেখা যায়।

দীর্ঘ সিরিয়াল তৈরি হওয়ায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরির নাগাল পেতে যাত্রীবাহী যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা ও পণ্যবাহী ট্রাককে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। যদিও অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাককে পারাপার করছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। সময় যত বাড়বে ততই যানবাহনের সিরিয়ালও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাকচালক কামাল হোসেন জানান, বেনাপোল থেকে মঙ্গলবার বিকেল ৩টার দিকে ছেড়ে এসে দৌলতদিয়ায় সিরিয়ালে আটকে আছেন। কখন ফেরি পাবেন বলতে পারছেন না। তার মতো বহু ট্রাক নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আছে। সিরিয়ালে থেকে যেমন বাড়ছে খরচ, তেমনি সময় মতো মালামাল পরিবহন করতে না পেরে মালিক ও পার্টির কথা শুনছেন।

গোল্ডেন লাইনের চালক মিরাজ শেখ জানান, রাত ১২টার দিকে দৌলতদিয়া প্রান্তে এসে আটকা পড়েছেন। এখনও ফেরিঘাট প্রায় আধা কিলোমিটার দূরে। দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে যাত্রীরা অস্থীর হয়ে উঠেছেন। দৌলতদিয়ায় সারাবছর তাদের এরকম ভোগান্তি পোহাতে হয়।

দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসি ব্যাবস্থাপক শিহাব উদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৯টি ফেরি চলাচল করছে। উরস শরীফের যানবাহন একযোগে আসায় সিরিয়াল তৈরি হয়েছে। তবে দ্রুত চাপ কমে যাবে বলেও জানান তিনি।

রুবেলুর রহমান/এফএ/এমএস