আটরশির উরস শেষে দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সিরিয়াল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০১ মার্চ ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় শত শত যানবাহন নদী পারের অপেক্ষায় দীর্ঘ সিরিয়ালে আটকা পড়েছে। এর মধ্যে বেশি রয়েছে ফরিদপুরের আটরশি জাকের মঞ্জিলের উরস ফেরত বাস।

মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার এলাকায় এ সিরিয়াল দেখা যায়। এরমধ্যে প্রায় দেড় কিলোমিটার এলাকার সড়কে যাত্রীবাহী বাস এবং সড়কের ইমামবাড়ী পর্যন্ত পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। সময় যত বাড়বে ততই উরস ফেরত বাসসহ যানবাহনের সিরিয়ালও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সোমবার বিকেলে সিরিয়ালে এসেও দুপুর পর্যন্ত ফেরির দেখা পাননি পণ্যবাহী ট্রাকের চালকরা। ফলে গোসল, খাওয়া ও টয়লেট সমস্যায় পড়েছেন চালক ও তার সহকারীরা।

ট্রাকচালক লিটন ও গাজী মাহবুব জানান, তারা কেউ গতকাল বিকেল, আবার কেউ রাতে দৌলতদিয়া এলাকায় এসে সিরিয়ালে আটকা পড়েছেন। এখানে খাওয়া, গোসল ও টয়লেটের সমস্যা হচ্ছে। এভাবে সব সময় দৌলতদিয়ায় তারা ভোগান্তি পড়েন। এ সমস্যা থেকে মুক্তি চান তারা।

বাসযাত্রী আইনউদ্দিন জানান, তারা শুক্রবার ফরিদপুরের আটরশি জাকের মঞ্জিলের উরস শরীফে যান। উরস শেষে ফিরতে গিয়ে দৌলতদিয়া ঘাটে এসে আটকা পড়েছেন। তবে আশা করছেন দ্রুত ফেরিতে উঠতে পারবেন।

দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৯টি ফেরি চলাচল করছে। ট্রাকের চাপ আছে। উরস ফেরত বাসের চাপ এখনও শুরু হয়নি। তবে চাপ বাড়তে পারে।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।