দেশজুড়ে

সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধার

যে অগ্নিনির্বাপণ যন্ত্রের সঙ্গে জীবনভর মিতালী ছিল, সেই যন্ত্রেই প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল ইসলাম মনার।

বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টায় যশোর পৌর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের নিজ বাসার উঠানে অগ্নিনির্বাপক সিলিন্ডার বিস্ফোরণে মারা যান তিনি।

তার ছেলে মারুফ হোসেন ও ভাতিজা সাজিদুল ইসলাম চয়ন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তারা জানান, শেখ আনোয়ারুল ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত ফায়ারম্যান। অবসরের পর তিনি অগ্নিনির্বাপক সিলিন্ডারের ব্যবসা করতেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি সিলিন্ডার বাসার উঠানে নাড়াচাড়া করছিলেন। এ সময় সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে সকাল পৌনে ১০টায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) নিলুফা বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’

মিলন রহমান/এসজে/জিকেএস