দেশজুড়ে

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ যদি নির্বাচনের সময় সরকারে থাকে, তাহলে কোনো নির্বাচন কমিশনই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। তাই আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনতে দরকার নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। তাই ফ্যাসিস্ট সরকার হঠাতে গণতন্ত্রে বিশ্বাসী সব পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে চূড়ান্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

বুধবার (২ মার্চ) দুপুরে বগুড়ায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নিত্যপণ্যের দাম লাগামহীন ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির ছিলেন, বিএনপি চেয়রপার্সনের উপদেষ্ঠা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন।

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, মাহবুবর রহমান হারেজ, আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, কে এম খায়রুল বাশার প্রমুখ।

এএইচ/এএসএম