দেশজুড়ে

অ্যাসিড নিক্ষেপে ঝলসে গেলো গৃহবধূর মুখ

পটুয়াখালীর গলাচিপায় অ্যাসিড নিক্ষেপ করে এক গৃহবধূর (২০) মুখ ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তার বাম চোখ মারাত্মক জখম হয়। ভুক্তভোগী নারীর পরিবারের দাবি, তার স্বামী মিলনই এ ঘটনা ঘটিয়েছেন।

বুধবার (২ মার্চ) ভোরে উপজেলার গুপ্তের হাওলা গ্রামের ওই গৃহবধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে বরিশালের বাবুগঞ্জ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মিলন খানের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই মিলন বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তয়নাকে হুমকি দিয়ে আসছিল।

বুধবার ভোরে ঘরের বেড়ার ফাঁকা অংশ দিয়ে তয়নার শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয়। তাদের দাবি, তয়নার স্বামী মিলনই এ কাণ্ড ঘটিয়েছেন।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জাগো নিউজকে বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

আব্দুস সালাম আরিফ/এসজে/এএসএম