দিনাজপুরের হিলির কাঁচাবাজারে অসময়ে মিলছে সজনে ডাটা। দেশের বাজারে চাহিদা থাকায় ভারত থেকে আমদানি হচ্ছে এ সবজি। পাইকারি প্রতি কেজি সজনে ডাটা বিক্রি হচ্ছে ১৫০ টাকা। তবে খোলা বাজারে বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা কেজি দরে। দামে বেশি হলেও অসময়ে সজনে পেয়ে অনেকটা খুশি ক্রেতারা।
বুধবার (২ মার্চ) সন্ধ্যায় হিলি কাঁচাবাজার ঘুরে জানা গেছে, ভারত থেকে আসা সজনে ডাটাগুলো হিলি পানামা পোট হয়ে খুচরা বাজারে প্রবেশ করছে। এছাড়া পাইকারি কিনে ট্রাকে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এসব আমদানি করা সজনে ডাটা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায়।
হিলি কাস্টমসের তথ্য মতে, গত ২০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৬টি ভারতীয় মিনি ট্রাকে সাড়ে ৪৫ টন সজনে ডাটা আমদানি হয়েছে বন্দর দিয়ে। হিলি শিপিং ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান সজনে গুলো আমদানি করছে।
সজনে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহবুবুর আলম জাগো নিউজকে বলেন, ঢাকাসহ দেশের বাজারে বারোমাসি সজনের চাহিদা রয়েছে। যে কারণে ভারতের নাসিক থেকে আমরা সজনে ডাটা আমদানি করে স্থানীয় কাঁচাবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করছি। বন্দর থেকে পাইকারি ১৫০ টাকা কেজি দরে সজনে ডাটাগুলো বিক্রি হচ্ছে।
হিলি খুচরা বাজারের কাঁচামাল বিক্রেতা শাকিল হোসেন জাগো নিউজকে বলেন, বাজারে এখনো দেশীয় জাতের সজনে সরবরাহ নেই। যে কারণে ভারত থেকে আমদানি করা সজনে ডাটা আমরা বিক্রি করছি। খুচরা বাজারে প্রতি কেজি সজনে ডাটা বিক্রি করছি ২৫০ টাকা কেজি দরে। তেমন একটা চাহিদা বাজারে না থাকায় বিক্রি কিছুটা ধীরে চলছে।
আজগর আলী নামে এক ক্রেতা বলেন, হিলি বাজারে সব সবজির দাম চড়া। বাজার থেকে সয়াবিনের বোতলের তেল উধাও হয়ে গেছে। তবে দাম অনেক বেশি হলেও শখের বসে ৬৫ টাকায় আড়াইশ’ গ্রাম সজনে কিনলাম। দাম কম হলে আমাদের জন্য ভালো হতো।
হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জাগো নিউজকে বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সজনে আমদানি স্বাভাবিক রয়েছে। সজনে যেহেতু কাঁচামাল, তাই এটি যাতে আমদানিকারক প্রতিষ্ঠান দ্রুত সময়ে বাজারজাত করতে পারে সেদিকে খেয়াল রেখে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি ।
মো. মাহাবুর রহমান/এসজে/জিকেএস