দেশজুড়ে

সাজেকে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেক-মাচালং সড়কের আট মাইল এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ধনমনি চাকমা (৩০)। তিনি সাজেক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্রিজপাড়া এলাকার শান্তি রঞ্জন চাকমার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে সাজেক থেকে ফিরছিলেন ধনমনি চাকমা। পথে সড়কের কাজে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যান। পরে পুলিশ ও সেনাবাহিনী ট্রাকটি আটক করে।

শংকর হোড়/এসআর/জেআইএম