কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় বন্য হাতির আক্রমণে আব্দুল মাবুদ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ মার্চ) সকালে গর্জনিয়া ইউনিয়নের বেলতলী ঝর্ণামূখ এলাকায় মাঠে কাজ করতে গিয়ে হাতির আক্রমণে আহত হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ মার্চ) দুপুরে মারা যান তিনি।
নিহত কৃষক আব্দুল মাবুদ (৪৫) বেলতলী গ্রামের মৃত মো. খলিলের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রামুর বাঘখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান।
তিনি বলেন, এখন প্রায় সময় লোকালয়ে হাতির পাল আসে। শনিবার সকালে একটি বন্য হাতি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে আসে। এ সময় কৃষক আব্দুল মাবুদকে পেয়ে শুঁড় দিয়ে আঘাত করলে গুরুত্বর আহত হন। পরে স্থনীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান তিনি।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার বলেন, হাতির আক্রমণে এক কৃষক মৃত্যুর খবর পেয়েছি। এটা অনাকাঙ্খিত। পাহাড়ের কিনারে বসবাস হলে এরকম কিছু ঘটনা ঘটবে। এরকম মৃত্যুর পর ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগ সহযোগিতা করে। কাগজপত্র উপস্থাপনের জন্য বলা হয়েছে। তা পেলে নিহতের পরিবারকে তিন লাখ টাকা দেয়া হবে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা জানান, মরদেহটি দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়েছে।
সায়ীদ আলমগীর/এএইচ/জিকেএস