দেশজুড়ে

কর্মকর্তার পর এবার শ্রমিকের আত্মহত্যা

‘আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়’—চিরকুটে এমন কথা লিখে গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের এক শ্রমিক (২২)।

রোববার (৬ মার্চ) রাতে তিনি আত্মহত্যা করেন।

ওই শ্রমিকের নাম রিপন পাল। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের কানদেব পালের ছেলে।

এর আগে শনিবার (৫ মার্চ) মোংলায় ভাড়াবাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের হিসাব বিভাগের সহকারী ম্যানেজার ভারতীয় নাগরিক অরবিন্দ কুমার শ্রীবাস্তা (৪১)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রামপাল কলেজে লেখাপড়ার পাশাপাশি তাপবিদ্যুৎ কেন্দ্রে ডেইলি শ্রমিকের কাজ করতেন রিপন পাল। রোববার রাত ৯টার দিকে ঘর থেকে বের হয়ে যান। একপর্যায়ে পাশের একটি আমগাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআর/এএসএম