পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বসত ঘরে লাগা আগুনে পুড়ে সামিয়া নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা চম্পা (৩০) বেগমের শরীরের প্রায় ৩০ ভাগ পুড়ে গেছে।
সোমবার (৭ মার্চ) বিকেল ৫টায় উপজেলার ধুলাস্বার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সামিয়া ওই এলাকার রমজান আলীর মেয়ে।
ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে সামিয়াকে ঘুম পাড়িয়ে তার মা চম্পা বেগম পাশের বিলে কৃষি কাজে যান। এর কিছুক্ষণ পরই হঠাৎ তাদের ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় শিশু সামিয়া। খবর পেয়ে বাড়ি এসে শিশুটিকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন তার মা।
স্বজনদের ধারণা, ঘরে থাকা লাইটার ব্লাস্ট হয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে।
কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাহমুদুল হাসান মিথুন বলেন, দগ্ধ নারীকে হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীরের ৩০ ভাগ পুড়ে গেছে। বিশেষ করে মুখমণ্ডল ও ডান হাত বেশি দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
আসাদুজ্জামান মিরাজ/এমআরআর/এমএস