দেশজুড়ে

খুলনায় মাছ চাষিকে কুপিয়ে হত্যা

খুলনায় মাছ চাষিকে কুপিয়ে হত্যা

খুলনার পাইকগাছায় সুখেন্দ্র নাথ সরদার (৪০) নামে এক মাছ চাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Advertisement

সোমবার (৭ মার্চ) রাত ৯টার দিকে পাইকগাছা উপজেলার খড়িয়া ভড়েঙ্গার চকে এ ঘটনা ঘটেছে। নিহত সুখেন্দ্র মৃত গোষ্ট বিহারী সরদারের ছেলে।

এলাকাবাসী জানান, সুখেন্দ্র খড়িয়া ভড়েঙ্গার চক এলাকায় নিজের মাছের ঘেরে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুক ও হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে ঘেরের পানিতে ফেলে দেয়। পানিতে ভারি কিছু ফেলার শব্দ ও কোপানোর সময় সুখেন্দ্রর গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে আসে। তাকে পানি থেকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জাগো নিউজকে বলেন, সুখেন্দ্র মাছ ব্যবসায়ী ছিলেন। তার মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

এদিকে একই দিন রাত পৌনে ৮টার দিকে খুলনা মহানগরীর রায়ের মহলে রাজা শেখ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আলমগীর হান্নান/এসজে/জেআইএম