জাতীয়

গলাচিপায় গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী-ননদসহ গ্রেফতার ৪

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় তনয়া আক্তার (২০) নামে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ও ননদসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতাররা হলেন-তনয়ার স্বামী মিলন, ননদ রুবিনা বেগম, ননদের স্বামী হেলাল চৌকিদার ও ছেলে সাগর চৌকিদার।

বুধবার (৯ মার্চ) দুপুরে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গাজীপুরের টঙ্গী থেকে মামলার প্রধান আসামি মিলনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিকেলে টিকাটুলি র‍্যাব-৩ এর কার‍্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

টিটি/এমএএইচ/জিকেএস