বিনোদন

মুক্তির আগেই অক্ষয়ের সিনেমার আয় ১৩৫ কোটি রুপি

‘লক্ষ্মী’ এবং ‘আতরঙ্গি রে’র পর অক্ষয় কুমারের আরেকটি সিনেমা আসছ। নাম ‘মিশন সিন্ডারেলা’। এবার এ সিনেমাটি সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে। রঞ্জিত তিওয়ারি পরিচালিত তার আসন্ন থ্রিলার ‘মিশন সিন্ডারেলা’ ডিজনি+হটস্টারে প্রিমিয়ার দেখতে পাবেন।

সিনেমাটি ১৩৫ কোটি রুপিতে হটস্টার কিনে নিয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘মিশন সিন্ডারেলা’র সঙ্গে এই চুক্তিতে প্রযোজকদের আনুমানিক ২০ কোটি টাকা লাভ হয়েছে।

সিনেমাটি এবছর ঈদে মুক্তি পাবে।

এলএ/এমএস