নড়াইলে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা ১১টায় দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। এ সময় আসামিদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোরের বাঘারপাড়ার কিসমত মাহমুদপুরের মো. ফয়সাল হোসেন, সাব্বির হোসেন মোল্যা (পলাতক) এবং সুমন হোসেন মোল্যা।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ।
মামলা বিবরণে জানা যায়, গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল করিমের নেতৃত্বে নড়াইল পৌরসভার যশোর-নড়াইল সড়কের মুলিয়া মোড়ের পিয়ারী বটতলায় ২০১৫ সালের ২৮ জুন মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
হাফিজুল নিলু/এফএ/জেআইএম