চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারে বাসি গরুর মাংস বিক্রির অপরাধে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ মার্চ) দুপুরে তাদের এ জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মহবুল ইসলাম (৩৫) ও চৌধুরীপাড়া মহল্লার আবদুস সাত্তারের ছেলে আবদুর রাজ্জাক (৩৬)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল-রাব্বি এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিবগঞ্জ বাজারে বাসি গরুর মাংস বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযান পরিচালনা করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকায় দুজনকে আটক করা হয়। এসময় এক মণ বাসি মাংস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক দুজনকে জরিমানা ও জব্দ মাংস পুড়িয়ে নষ্ট করা হয়।
সোহান মাহমুদ/এসআর/এমএস