রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে শামুক খুঁজতে গিয়ে পানিতে ডুবে রূপসী চাকমা (২৭) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে বাঘাইছড়ি পদ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তরুণীর বাবা রাজা কুমার চাকমা বলেন, তার মেয়ে দুই সহপাঠীর সঙ্গে কাচালং নদীর পাড়ে শামুক খুঁজে বাড়ি ফিরছিলেন। পথে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যান। পরে সহপাঠীদের চিৎকারে স্থানীয় যুবকরা এগিয়ে এসে জাল ও নৌকার সাহায্যে তল্লাশি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা তরুণীকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
বাঘাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইমাম বলেন, নিহত তরুণীর বাবার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শংকর হোড়/এসআর/এমএস