ফরিদপুরে ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ধারী দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৫ মার্চ) গোয়েন্দা পুলিশের ওসি মো. রাকিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এর সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।
আটকরা হলেন- সাবেক সেনাসদস্য মো. আনোয়ার হোসেন বাবু (৫৫) ও তার ছেলে লিমন বাবু (২৫)। তারা রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ী গ্রামে বসবাস করেন।
গোয়েন্দা পুলিশের ওসি মো. রাকিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের হাউজিং স্টেট এলাকায় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আটটি ওয়াকিটকি, ভুক্তভোগীদের জীবনবৃত্তান্তের কপি এবং স্বাক্ষর করা একাধিক খালি স্ট্যাম্প, সেনাবাহিনীর ব্যবহৃত পিটি সু, সার্ভিস সু, একাধিক সিম ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
এন কে বি নয়ন/আরএইচ/এমএস