দেশজুড়ে

উল্লাপাড়ায় বিপন্ন গন্ধগোকুল উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিপন্ন একটি গন্ধগোকুল উদ্ধার করেছেন পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউজের সদস্য শাহরিয়ার ইমন।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার সলপ ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের আব্দুল মজিদের বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার (১৪ মার্চ) রাতে আব্দুল মজিদের ছেলে রায়হান সরকারের মুরগির ঘরের নেটের সঙ্গে আটকে যায় গন্ধগোকুল। পরে এটিকে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউজের সদস্য শাহরিয়ার ইমন উদ্ধার করেন।

দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, বিলুপ্তপ্রায় এ প্রাণীটিকে শাহজাদপুরে একটি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশের বন-জঙ্গলে গন্ধগোকুলকে দেখা যায়। এরা খাদ্যশৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ এবং ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। প্রাণীটি মানুষের কোনো ক্ষতি করে না বরং উপকার করে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিবেচনায় পৃথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে এ প্রাণীটি।

এসআর/এএসএম