দেশজুড়ে

শিবগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কানসাট এলাকার খড়কপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোটরসাইকেলচালক নাজমুল ইসলাম সুমন (৩৫) ও নামো কয়লার দিয়াড় গ্রামের আবু বক্করের ছেলে ট্রলিচালক মমিন (১৯)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারকরে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম