চাঁপাইনবাবগঞ্জে দুই জেলের জালে ধরা পড়েছে বিভিন্ন আকারের পাঁচটি বাঘাইড়।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার দেবিনগর ইউনিয়নে পদ্মা নদীর হড়মা অংশে মাছগুলো পান তারা।
এদের মধ্যে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের কবুতরপাড়া গ্রামের রমজান আলীর জেলে মো. হাবিব তিনটি ও দেবিনগর ইউনিয়নের হড়মা গ্রামের জেলে মো. মহিউদ্দিন দুটি বাঘাইড় পেয়েছেন।
জেলে মো. হাবিব বলেন, ৪৩ কেজি ওজনের মাছটি ৯০০ টাকা কেজি এবং বাকি ২৩ কেজি ও ১৬ কেজি ওজনের মাছ দুটি ৮২০ টাকা কেজি দরে বিক্রি করেছি। সব মিলিয়ে ৬৮ হাজার ২৫০ টাকা পেয়েছি।
মো. মহি উদ্দিন বলেন, ৩৮ কেজি ও ১৭ কেজি ওজনের এক ঝাঁকে দুটি বাঘাইড় উঠেছে। পরে মনিরুল ইসলাম নামের একজন পাইকার ৯৪০ টাকা ধরে ঘাট থেকেই মাছগুলো কিনে নিয়ে যান।
দেবিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর বলেন, একদিনে একই স্থান থেকে দুই জেলে পাঁচটি বাঘাইড় মাছ পেয়েছেন। পরে জানতে পারি মাছগুলো হড়মা ঘাট থেকেই ব্যবসায়ীরা নিয়ে গেছেন।
সোহান মাহমুদ/আরএইচ/এমএস