দেশজুড়ে

গ্যাসের জাহাজে পাচার হচ্ছিল ৪ হাজার লিটার ডিজেল

মোংলায় গ্যাস পরিবহনের কাজে ব্যবহৃত একটি জাহাজ থেকে চার হাজার লিটার ডিজেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (২০ মার্চ) ভোর ৫টার দিকে বন্দরের পশুর নদীর ওমেরা গ্যাস ফ্যাক্টরির জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই তেল জব্দ ও দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন-খুলনার কয়রা উপজেলার আমজাদ সরদারের ছেলে বিল্লাল সরদার ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মৃত আব্দুল হান্নানের ছেলে নুর আলম।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দ তেল ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর/জিকেএস