চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাদ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানা গেছে।
রোববার (২০ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট কলাবাড়ি এলাকার সাদ এলপিজি ফিলিং স্টেশনের স্টোর রুমে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ বিকেলে সাদ এলপিজি ফিলিং স্টেশনের স্টোর রুমে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে বিস্ফোরণের ঘটনায় ঘটে। এসময় শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দমকল বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রজব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় গ্যাস বিস্ফোরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব না হলেও ফিলিং স্টেশনের মালিক দেড় লাখ টাকার ক্ষতি হয়ে বলে দাবি করেছেন।
সোহান মাহমুদ/এমআরআর/জিকেএস