দেশজুড়ে

সড়কের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

নওগাঁর মহাদেবপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভীমপুর খামারবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, ওই যুবক ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। রাতে কোনো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, ওই যুবক বিভিন্ন সময় এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আব্বাস আলী/আরএইচ/এএসএম