গত জানুয়ারি মাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এক হাজার রানের মাইলফলকে নাম লিখিয়েছিলেন টপঅর্ডার ব্যাটার ফারজানা হক পিংকি। এবার ওয়ানডে ক্রিকেটেও একই কীর্তি গড়লেন এ ডানহাতি ব্যাটার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আশা জাগিয়েও হেরে যাওয়া ম্যাচে মাত্র ৮ রান করেই মাইলফলকে নাম তুলেছেন পিংকি। ওয়ানডে ক্যারিয়ারে হাজার রান করতে পিংকির প্রয়োজন ছিল ৫ রান। অসিদের বিপক্ষে ২২ বলে ৮ রান করে নারী ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে এ অর্জন পূরণ করেন তিনি।
নারীদের ওয়ানডেতে হাজার রানের খুব কাছে রয়েছেন দেশসেরা অলরাউন্ডার রোমানা আহমেদ। চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে ৫৫ রান করা রোমানা তার ক্যারিয়ারে ৪৫ ইনিংসে করেছেন ৯৪৮ রান। রোববারের ম্যাচে ফিফটি হাঁকিয়ে ৫২ রান করতে পারলেই হাজার পূরণ কবে তার।
এবারের বিশ্বকাপ শুরুর আগে ৮৪৩ রান নিয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দুই নম্বরে ছিলেন ফারজানা পিংকি। তবে ব্যাক টু ব্যাক ফিফটিসহ ৬ ম্যাচে ১৬২ রান করে রোমানাকে টপকে গেছেন তিনি। অন্যদিকে তুলনামূলক ব্যর্থ রোমানা ছয় ম্যাচে করতে পেরেছেন মাত্র ৫৫ রান।
নারী আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক১/ ফারজানা হক পিংকি - ৪৬ ইনিংসে ১০০৩ রান, সর্বোচ্চ ৭১২/ রোমানা আহমেদ - ৪৫ ইনিংসে ৯৪৮ রান, সর্বোচ্চ ৭৫৩/ নিগার সুলতানা জ্যোতি - ২৬ ইনিংসে ৪৯৭ রান, সর্বোচ্চ ৫৯*৪/ শারমিন আক্তার সুপ্তা - ২৯ ইনিংসে ৪৯২ রান, সর্বোচ্চ ৭৪৫/ সালমা খাতুন - ৩৯ ইনিংসে ৪৮৯ রান, সর্বোচ্চ ৭৫*
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন ফারজানা পিংকি। অবশ্য এখানে দুইয়ে নেই রোমানা। বরং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৮৮২ রান নিয়ে অপেক্ষায় আছেন হাজার রানের। রোমানার নামের পাশে রয়েছে ৭৪৮ রান।
নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক১/ ফারজানা হক পিংকি - ৬৭ ইনিংসে ১০৬৪ রান, সর্বোচ্চ ১১০*২/ নিগার সুলতানা জ্যোতি - ৫২ ইনিংসে ৮৮২ রান, সর্বোচ্চ ১১৩*৩/ রোমানা আহমেদ - ৬২ ইনিংসে ৭৪৮ রান, সর্বোচ্চ ৫০৪/ আয়েশা রহমান শুকতারা - ৫৩ ইনিংসে ৭০০ রান, সর্বোচ্চ ৪৬৫/ সালমা খাতুন - ৫০ ইনিংসে ৫৬৪ রান, সর্বোচ্চ ৪৯*
এছাড়া ৫০০'র বেশি রান করেছেন সানজিদা ইসলাম (৪৯ ইনিংসে ৫২০ রান) ও শামীমা সুলতানা (৩৯ ইনিংসে ৫১৯ রান)।
এসএএস/এএসএম