জাতীয়

তেজগাঁওয়ে পেট্রোলপাম্পে তেলবাহী গাড়িতে আগুন

রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ের একটি পেট্রোলপাম্পে রাখা তেলবাহী একটি গাড়িতে আগুন লেগেছে।  রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রনে দমকল বাহিনীর সাতটি ইউনিট কাজ করছে।দমকল বাহিনীর নিয়্ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এম ও ফরহাদ জানান, সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁওর সাতরাস্তা মোড়ের পেট্রোলপাম্পে তেলবাহী গাড়িতে আগুন লাগে। এরপর তা চারদিকে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলেও জানান তিনি।এদিকে অগ্নিকাণ্ডের জন্য মগবাজারগামী ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।