নীলফামারী সদর উপজেলায় রেললাইন থেকে কার্টনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ মার্চ) সকালে উপজেলার টুপামারী ইউনিয়নের ওয়ার্সিপাড়া নতুন পুলিশলাইন সংলগ্ন রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, সকালে কার্টুনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা নীলফামারী সদর থানায় খবর দেয়। সদর থানা থেকে খবর পেয়ে আমাদের একটি টিম নবজাতকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই শফিউল আরও বলেন, কে বা কারা নবজাতকের মরদেহ ফেলে গেছে, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এসজে/এএসএম