দেশজুড়ে

শাশুড়ির সঙ্গে ঝগড়ার পরদিন পুত্রবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারী ডোমারে শাশুড়ির সঙ্গে ঝগড়ার পরদিন পুষ্প বালা (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত পুষ্প বালা উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব বড়গাছা ধরপাড়া গ্রামেন লেবু রাম রায়ের স্ত্রী।

লেবু রাম বলেন, ‘রোববার দুপুরে আমার মায়ের সঙ্গে আমার স্ত্রীর ঝগড়া বাধে। তখন থেকেই সে মুখ ভার করেছিল। রাতের কোন এক সময় সবার অগোচরে শোয়ার ঘরে আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। খবর দিলে সোমবার ভোরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদনেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

এসজে/এএসএম