দেশজুড়ে

জামালপুরে উদ্ভিদ উদ্যান উদ্বোধন করলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন

জামালপুরের সরিষাবাড়ীতে দ্বিজেন শর্মা উদ্ভিদ উদ্যান উদ্বোধন করেছেন বাংলা একাডেমির সভাপতি বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

বুধবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের তানজিম পল্লীর প্রজাপতি পার্কে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনের পর কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, তরুপল্লব একটি অসাধারণ কাজ। এ কাজটি করলে দেশ বাঁচবে, মানুষ এগিয়ে যাবে এবং প্রজন্ম বড় হবে। আমরা মনে করি আমরা এভাবেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাবো প্রজন্মের পর প্রজন্ম।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, প্রজাপতি পার্কের প্রতিষ্ঠাতা ও সহকারী অধ্যাপক হাসমত আলী, বঙ্গভূমি সাহিত্য পর্ষদের সহসভাপতি কবি জাকারিয়া জাহাঙ্গীর, অধ্যাপক শাহেদ মোহাম্মদ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

মো. নাসিম উদ্দিন/এসজে/এএসএম