দেশজুড়ে

ঝিনাইদহে লোহার ব্রিজ ভেঙে নদীতে ট্রাক

ঝিনাইদহের কালীগঞ্জে লোহার ব্রিজ ভেঙে একটি বালুবোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চিত্রা নদীর চাপরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জানায়, চাপরাইল বাজার এলাকায় চিত্রা নদীর ওপর একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এরপাশে যাতায়াতের জন্য একটি লোহার ব্রিজ তৈরি করা হয়। এই ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ থাকা সত্ত্বেও বুধবার সকাল সাড়ে ১০টার দিকে একটি বালুবোঝাই ট্রাক পার হচ্ছিল। এ সময় ব্রিজের একটি অংশ ধ্বসে পড়ে। মুহূর্তের মধ্যে বালুবোঝাই ট্রাকটি উল্টে নদীতে পড়ে যায় ।

৭ নম্বর রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু জাগো নিউজকে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। একটি বালুবোঝাই ১০ চাকার ট্রাক ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় ভেঙে নদীতে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এমএস