দেশজুড়ে

টেকনাফে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় ৮ প্রতিষ্ঠানের জরিমানা

কক্সবাজারের টেকনাফে রমজানের প্রথম দিনে বাজার তদারকি করেছে উপজেলা প্রশাসন। এ সময় নির্ধারিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে আট ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার জরিমানা করা হয়।

সোমবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে টেকনাফ পৌরসভার বাজারসহ বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী।

তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে। মূলত নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসজে/এএসএম