সুনামগঞ্জের তাহিরপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া নজরখালি বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
রোববার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে ভেঙে যাওয়া নজরখালি বাঁধসহ ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করেন তিনি।
এসময় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. জহুরুল ইসলাম ও তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবীর উপস্থিত ছিলেন।
বাঁধ পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বন্যায় বাঁধ ভেঙে কিছু ফসলের ক্ষতি হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত করতে সবাই এক সঙ্গে কাজ করছে। বাঁধের কাজে যদি কেউ অনিয়ম-দুর্নীতি করে তাহলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
লিপসন আহমেদ/আরএইচ/এএসএম