সিরাজগঞ্জে দেড় শতাধিক ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন একতা ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিমেল হক।
রোববার (৩ এপ্রিল) জেলার বেলকুচি উপজেলা মুকুন্দগাঁতি বাসস্ট্যান্ড এলাকা ইফতার বিতরণ করেন তিনি।
সলিম উদ্দিন নামের এক ভ্যান চালক বলেন, ইফতার নিয়ে শঙ্কায় ছিলাম। সন্ধ্যায় হিমেল ভাইয়ের ইফতার পেয়ে সে শঙ্কা দূর হয়ে গেল। আমরা তার জন্য দোয়া করি।
এ বিষয়ে হিমেল হক জাগো নিউজকে জানান, লোক দেখানোর জন্য আমরা ইফতার বিতরণ করছি না। রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাত নিয়ে এসেছে। যারা দিন এনে দিন খায় তাদের জন্য আমাদের এ আয়োজন। একটু ভালোভাবে ইফতার করানোর জন্য আমাদের সামান্য এ চেষ্টা। আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
আরএইচ/এএসএম