মানিকগঞ্জের সিংগাইরে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন। দেলোয়ার হোসেন উপজেলার বৈরাগীর টেক গ্রামের মৃত মেরেজ শিকদারের ছেলে।
এর আগে রোববার রাতে উপজেলার শায়েস্তা ইউনিয়নের বৈরাগীরটেক গ্রামে অভিযান চালিয়ে দেলোয়ারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
র্যাব কমান্ডার আরিফ হোসেন জানায়, গত ১০ মার্চ প্রতিবেশী গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণচেষ্টা করেন দেলোয়ার। পরে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দেলোয়ার পালিয়ে যান। এ ঘটনায় তার মা বাদী হয়ে সিংগাইর থানায় দেলোয়ারকে আসামি করে ধর্ষণচেষ্টা মামলা করেন। এরপর থেকে আসামি দেলোয়ার আত্মগোপনে ছিলেন।
বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস