সাতক্ষীরার আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদের বেড়িবাঁধে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছেন উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বাসিন্দারা।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে প্রতাপনগরের রুইয়ারবিল, কুড়িকাউনিয়া, সুভদ্রাকাটি, চাকলা, মাদারবাড়িয়া বেড়িবাঁধে এই ভাঙন দেখা দেয়। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ানুর রহমান।
স্থানীয়রা জানান, গত অমাবস্যার সময় থেকে প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামে কপোতাক্ষ নদের বেড়িবাঁধের প্রায় ২০০ ফুট স্থান জুড়ে ভাঙন দেখা দেয়। অব্যাহত ভাঙনে মূল বেডিবাঁধের অর্ধেকেরও বেশি নদীগর্ভে চলে গেছে। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সামনের বর্ষা মৌসুমে বাঁধ আরও ক্ষতিগ্রস্ত হবে। এতে গোটা ইউনিয়ন ফের প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান বলেন, আমি ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেছি। বাধ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসের প্রভাবে আশাশুনির কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে প্রতাপনগর ইউনিয়নের ৩০ হাজার মানুষ প্রায় দুই বছর পানিবন্দি ছিল।
আহসানুর রহমান রাজীব/এমআরআর/এএসএম