বান্দরবানের লামায় মাতামুহুরী নদী থেকে সুমন কর্মকার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ এপ্রিল) উপজেলার বিলছড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুমন কর্মকার লামা পৌরসভার ৭নং ওয়ার্ড বড় নুনারবিল এলাকার সুরেশ কর্মকারের ছেলে।
সুমনের মা ঝুনু কর্মকার বলেন, ‘সোমবার রাতে ছেলে তার বন্ধুর বাড়ি যাবে এবং রাতে আসবে না বলে জানায়। সেইদিন থেকে সে আর বাসায় না ফেরায় আজ লামা থানায় বিষয়টি জানাতে গেলে নদীতে একটি মরদেহ ভাসার খবর পাই। ঘটনাস্থলে দেখে এটা সুমনের মরদেহ বলে নিশ্চিত হই।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, নদী থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নয়ন চক্রবর্তী/এসজে/এএসএম