নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় এলাকাবাসীর হামলায় তিতাস গ্যাসের আঞ্চলিক ব্যবস্থাপক মেজবাউর রহমানসহ পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান বলেন, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেই। সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি এলাকাবাসী জানতে পেরে আমিসহ তিতাসের টিমের ওপর হামলা চালায়। একপর্যায়ে এলাকাবাসী আমাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের সহযোগিতায় আমাকে মুক্ত করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম