দেশজুড়ে

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যাপক গোলাম ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা সংক্রান্ত মামলা রয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনা মামলা রয়েছে। এ মামলায় তিনি পলাতক। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরানপুর গ্রামের নিজ বাড়ি থেকে গোলাম ফারুককে গ্রেফতার করা হয়। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

এর আগে ৩০ মার্চ রাতে উপজেলা উথালী গ্রামে জামায়াতের শীর্ষ নেতারা গোপন বৈঠকে মিলিত হয়। ওই দিন রাতেই উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিজুল ইসলাম (৫৫) ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী মোড়লসহ ছয় জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার হয়। ওই ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের মামলা হয়। জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক এ মামলার আসামি।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম