দেশজুড়ে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সৈয়দ সুমন রেজা (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

রোববার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী টাইগার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দ সুমন রেজা একই উপজেলার কালিদাসপুর গ্রামের সৈয়দ আকরাম হোসেনের ছেলে। তিনি সাবেক আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে জেলা যুবদলের সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলে প্রয়োজনীয় কাজ শেষে ওসমানপুর থেকে মোটরসাইকেলে আলমডাঙ্গা শহরের দিকে আসছিলেন সুমন। এসময় হারদী টাইগার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটাহাম্বারের (শ্যালো ইঞ্জিনচালিত বাহন) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সুমন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বাকি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সালাউদ্দীন কাজল/এমআরআর/জিকেএস