দেশজুড়ে

রাজেন্দ্র কলেজের হোস্টেল থেকে বাদ পড়লো মোশাররফ-আফসানার নাম

অবশেষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের নবনির্মিত দুটি হোস্টেলের নাম পরিবর্তন করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগের নাম দুটি পরিবর্তন করা হয়। এর আগে ফরিদপুর জেলা ছাত্রলীগ নাম পরিবর্তনের দাবি তুলেছিল।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা গেছে, ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ওই ছাত্রাবাস দুটির মধ্যে একটির নামকরণ ফরিদপুর-৩ আসনের বর্তমান এমপি ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নামে এবং অপরটি তার স্ত্রী আফসানা মোশাররফের নামে করা হয়।

এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের নবনির্মিত দুটি হোস্টেলের নাম পরিবর্তন করে ছাত্রাবাসের নাম ‘শেখ রাসেল’ এবং ছাত্রীনিবাসের নাম ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ করা হোক। সরকারি রাজেন্দ্র কলেজের ৩৬ হাজার শিক্ষার্থীদের পক্ষে নাম পরিবর্তন করার নৈতিক দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান জাগো নিউজকে বলেন, ফরিদপুরের শুদ্ধি অভিযানে অভিযুক্ত, বিতর্কিতদের নামে হল বা ছাত্রাবাস কিছুতেই মেনে নেওয়া হবে না। দুটি হলের নাম পরিবর্তন করে ছাত্রাবাসের নাম ‘শেখ রাসেল’ ও ছাত্রীনিবাসটির নাম ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ নামে করার দাবি জানাচ্ছি।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ জাগো নিউজকে বলেন, বিতর্কিত ব্যক্তিদের নাম পরিবর্তন করায় কলেজের একাডেমিক কাউন্সিল ও অধ্যক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের দাবি ‘শেখ রাসেল’ ও ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ নামে হল দুটির নাম নামকরণ করা হোক।

এ বিষয়ে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা জাগো নিউজকে বলেন, ২০১৬ সালে নামকরণ দুটি করা হয়। আমরা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগের নাম দুটি পরিবর্তন করেছি। আপাতত, নতুন নামকরণ না হওয়া পর্যন্ত ভবনদ্বয় নবনির্মিত ছাত্রাবাস ও নবনির্মিত ছাত্রীনিবাস হিসেবে পরিচিত হবে।

এন কে বি নয়ন/এমআরআর/জিকেএস