লক্ষ্মীপুর শহরের একটি মার্কেটে লিফটে প্রায় একঘণ্টা আটকে থাকার পর মা-মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের থানা রোড এলাকার নদী বাংলা রশিদ চৌধুরী কমপ্লেক্স ও মার্কেটের তিনতলার লিফটে এ ঘটনা ঘটে।
যান্ত্রিক ত্রুটি ঠিক না করা পর্যন্ত লিফট বন্ধ রাখতে মার্কেট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে পুলিশ।
লিফটে আটকাপড়ারা হলেন-রেশমা বেগম ও তার মেয়ে কলেজছাত্রী ইকরা আক্তার।
রেশমা বেগম জানান, পপুলার লাইফ ইনস্যুরেন্সে বিমার টাকা জমা দিতে তারা ওই মার্কেটে যান। টাকা জমা শেষে লিফটযোগে তারা চারতলা থেকে তিনতলায় এলে বিদ্যুৎ চলে যায়। এতে তারা লিফটে আটকা পড়েন। এর পরপরই তিনি তার স্বামী ফারুক হোসেনকে মোবাইলে বিষয়টি জানান।
ফারুক হোসেন বলেন, ‘খবর পেয়ে তখনই ঘটনাস্থল ছুটে আসি। বিমা অফিসে গেলে তারা উদ্ধারকাজে সহায়তা করেন। কিন্তু বিদ্যুৎ না থাকায় উদ্ধার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বিদ্যুৎ এলে যান্ত্রিক ত্রুটির কারণে লিফট খোলা সম্ভব হয়নি। পরে পুলিশের সহায়তায় লিফটম্যান আমার স্ত্রী ও মেয়েকে লিফট থেকে বের করে। মার্কেট কর্তৃপক্ষের গাফিলতিতে আমার স্ত্রী-মেয়ে ঘণ্টাব্যাপী লিফটে আটকা ছিল।’
লিফটে আটকাপড়া ইকরা আক্তার বলেন, ‘লিফটে আটকাপড়া সময়টি অনেক আতংকের ছিল। ভাবতেও পারিনি এমন ঘটনা ঘটবে। ভয়ে গলা শুকিয়ে এসেছে।’
লিফটম্যান কামরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে লিফটে সমস্যা। কর্তৃপক্ষকে জানানোর পরও তারা মেরামত করছেন না।
পপুলার লাইফ ইনস্যুরেন্স লক্ষ্মীপুর শাখার (ইনচার্জ) আব্দুল হান্নান সাগর বলেন, ‘লিফটের এ সমস্যার কারণে আমাদের চরম অসুবিধা পড়তে হচ্ছে। মার্কেট কর্তৃপক্ষ লিফট ঠিক করার জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না। দ্রুত এটি ঠিক করার জন্য কর্তৃপক্ষকে বলা হবে।’
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, লিফট থেকে মা-মেয়েকে উদ্ধার করা হয়েছে। লিফট মেরামতের জন্য কর্তৃপক্ষকে বলে হয়েছে। মেরামত না করা পর্যন্ত লিফট বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কাজল কায়েস/এসআর/জেআইএম