দেশজুড়ে

খুঁটির সঙ্গে বেঁধে শিশুকে নির্যাতনের ঘটনায় বাবা-মেয়ে গ্রেফতার

চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামে চুরির অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে নির্যাতনের ঘটনায় বাবা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে থানায় আনা হয়েছে।

গ্রেফতাররা হলেন- দোস্ত গ্রামের মায়ের দোয়া ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী আলী আহম্মেদ (৫৬) এবং তার মেয়ে রুমানা পারভিন রুমা (২৬)।

দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুন কবির জানান, বিকেল ৩টার দিকে নির্যাতিত শিশুর মা দুজনকে আসামি করে থানায় একটি এজাহার দেন। এজাহারের পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মঙ্গলবার চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে।

রোববার (১০ এপ্রিল) দুপুরে চুরির অপবাদে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন মায়ের দোয়া ফ্যাশন হাউজের মালিক আলী আহম্মেদ ও তার মেয়ে রুমানা পারভিন রুমা।

সালাউদ্দীন কাজল/এসজে/জেআইএম